Create a blogger sitemap


প্রত্যেকটি ওয়েবসাইটে Sitemap d বিদ্যমান, কেননা এটি ব্যবহার করে একটি সাইটের সকল পোষ্ট একসাথে দেখা যায়। 
উদাহরণ হিসেবে একটি সাইটে কতটি পোষ্ট প্রকাশিত করা হয়েছে, কবে প্রকাশিত হয়েছে, এর লেবেল এর নাম কি, ইত্যাদি বিষয় জানার জন্য সাইটম্যাপ ব্যবহার করা হয়।

এখন জানবো, কিভাবে ব্লগারে সাইটম্যাপ যোগ করতে হয়।

ধাপ ১ঃ
প্রথমে ব্লগারে এ যেতে হবে, এবং সেখানে হতে Pages অপশনে যেতে হবে। এরপর New Page 📄 ক্লিক করে নতুন পেজ তৈরী করতে হবে।

ধাপ ২ঃ 

Post a Comment

0 Comments